Admission Test Bangla 2nd paper Special Class-02 বাংলা ভাষা


বাংলা ব্যাকরণ
Admission Test 
Special Class-2

*বাংলা ভাষা*


মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। ভাষা হলো ভাবের উচ্চারণ। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে ভাষা বলে।
মনের ভাব প্রকাশের জন্য ফুসফুস তাড়িত বায়ু গলনালি, মুখব্বির, কন্ঠ, জিহ্বা, তালু, দাত, ওষ্ঠ, নাক প্রভৃতি বাগযন্ত্রের সহায়তা বেরিয়ে আসার সময় যে আওয়াজ বা ধ্বনির সৃষ্টি হয় তাকে ভাষা বলে।

ভাষার অন্যতম বৈশিষ্ট্য:
১. অর্থদ্যোতকতা।
২. মানুষের কন্ঠনিঃসৃত ধ্বনি।
৩. জনসমাজের ব্যবহার যোগ্যতা।

ভাষার মৌলিক উপাদান:
১. ধ্বনি (Sound)
২. শব্দ (Word)
৩. বাক্য (Sentence)
৪. অর্থ (Meaning)
টেকনিক: SWSM ভাষার মৌলিক উপাদান।




বাংলা ভাষার রীতিভেদ:
বাংলা ভাষার প্রধান বা মৌলিক রুপ দুইটি
১. লৈখিক বা মৌলিক রীতি।
·        সাধু ভাষা
·        চলিত ভাষা
২. মৌখিক বা কথ্য রুপ।
·        আঞ্চলিক বা উপভাষা







No comments

Powered by Blogger.