Admission Test Bangla 2nd paper
Admission Test
বাংলা ব্যাকরণ
Special Class-01
*বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ*
ভাষা শব্দটি সংস্কৃত ভাষা ধাতু থেকে এসেছে যার অর্থ বলা।
মানুষের
কন্ঠনিসৃত বাক্ সংকেতের সংগঠনকে ভাষা বলে।
বর্তমানে
প্রায় সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে।
জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর
৭ম মাতৃভাষা।(নবম-দশম
শ্রেণী- ৪র্থ)
দাপ্তরিক ভাষা (Official Language) হিসাবে বাংলা ভাষার অবস্থান ১০ম।
প্রথম হলো-ইংরেজী।
পৃথিবীতে মান্দারিন ভাষার অবস্থান-১ম । (চীন)
বাংলার আধিবাসীগন অষ্টিক ভাষায়
কথা বলতো:
বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে ৫টি প্রদেশের মানুষ। প্রদেশগুলো
হলো:
১. আসাম (A)
২. পশ্চিমবঙ্গ (p) ৩. উড়িষ্যা
(u)
৪. ত্রিপুরা (T)
৫. বিহার (B)
মনে রাখার
টেকনিক: রাস্তা দিয়ে হেটে গেলে পড়ার ছেলেরা Apu কে চোখ Tb দেয়।
বাংলা
ভাষার উৎপত্তি
বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ‘’ঐতরেয় অরণ্য’’
নামক গ্রন্থ থেকে।
বাংলা শব্দটি প্রথম পাওয়া যায় সম্রাট আকবরের সভা
কবি আবুল ফজলের আইন-ই-আকবরী নামক গ্রন্থে।
বাংলা
ইন্দো-ইউরোপীয় ভাষার অন্তভুক্ত।
বাংলা ভাষার
উৎপত্তি ইতিহাস
বাংলা ভাষার উৎপত্তি
ইন্দো-ইউরোপীয়
শতম
ইন্দো-ইরানীয়
ভারতীয়
প্রাকৃত/অপভ্রংশ
মাগধী/গোড়ীয়
বাংলা আসামি/অসমিকা
বাংলা
ভাষার কোন মুল ভাষার অন্তর্গত------ ইন্দো-ইউরোপীয়। শাখা—২টি।
বাংলা ভাষার মুল উৎস/বাংলা ভাষার পূববর্তী স্তরের নাম----প্রাকৃত শব্দের অর্থ-----
স্বাভাবিক।
No comments