Admission Test Bangla 2nd paper Special Class-03 সাধু ও চলিত ভাষা

Admission Test Bangla 2nd paper Special Class-03 সাধু ও চলিত ভাষা


 Raqibul Education BD

বাংলা ব্যাকরণ
Special Class-3

সাধু ও চলিত ভাষা*



*সাধু ও চলিত রীতি*

সাধুভাষা: সাধুভাষা পরিভাষা প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়।
                                               বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির প্রচলন ছিল।

চলিতভাষা:  সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে।
                           চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা।

চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চরণ।
                                       চলিত রীতির প্রবর্তন প্রমথ চৌধুরী।




সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য
সাধু ভাষা
চলিত ভাষা
১. পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ।
১. পরিবতনশীল।
২. তৎসম শব্দবহুল, গুরুগম্ভীর, আভিজাত্যের পরিচায়ক।
২. তদ্ভব শব্দবহূল, সংক্ষিপ্ত, সহজবোধ্য. কৃত্রিমতা বর্জিত।
৩. শুধু লৈখিক রুপ আছে।
৩. মৌখিক ও লৈখিক উভয় রুপ আছে।
৪. নাটক, সংলাপ, বক্তৃতা এবং আলাপ-আলোচনার অনুপযোগী নয়।
৪. নাটক, সংলাপ, বক্তৃতা এবং আলাপ-আলোচনার অনুপযোগী
৫. নামপদ ও ক্রিয়াপদকে দৈর্ঘ করে
৫. নামপদ ও ক্রিয়াপদকে সংক্ষিপ্ত করে।


*সাধু ও চলিত ভাষার শব্দ চেনার উপায়*

টেকনিক ১: সাধু ভাষার শব্দের ‘আ’-কা (া) থাকলে চলিত ভাষার শব্দে এ-কার, বা ও-কার হবে।
( ি কার থাকলে-এ কার হবে।)
সাধু ভাষা উচ্চারণ দৈর্ঘ/ লম্বা হবে।

                                চলিত ভাষার উচ্চারণ তাড়াতাড়ি হবে।

সাধু ভাষা
চলিত ভাষা
দেখিয়া
দেখে
খুলিয়া
খুলে
জুতা
জুতো
সুতা
সুতো
পুজা
পুজো
শুষ্ক/শুকনা
শুকনো
বন্য
বুনো




টেকনিক ২: সাধু ভাষা উচ্চারণ দৈর্ঘ/ লম্বা হবে।

                                চলিত ভাষার উচ্চারণ তাড়াতাড়ি হবে।
সাধু ভাষা
চলিত ভাষা
দেন নাই
দেন নি
ছুটিতে
ছুটতে
তিনি
সে
গৃহ
ঘর
মস্তক
মাথা
চকিত হওয়া
চকমে
হউক
হোক
সহিত
সাথে/সঙ্গে
ছাড়াইলে
ছড়ালে

*কিছু সাধু ও চলিত ভাষা*
সাধু ভাষা
চলিত ভাষা
জোসনা/জ্যাৎসা
জোছনা
সতিশয়
অত্যন্ত
পূবেই
আগেই
জন্য
জন্যে
লিখা
লেখা
রঙ্গিন
রঙিন
সাধু ভাষার শব্দের ঙ্গ-এর স্থলে চলিত ভাষায় -এর কোমল রুপ ব্যবহত হয়।

গ্রহ সাধু রীতির শব্দ।

মেগো শব্দের আঞ্চলিক রুপের শিষ্ট পদ্যরুপ--- মোদের।


No comments

Powered by Blogger.